ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কোরবানীর পশু আসতে শুরু করেছে রাজধানীর বাজারে

প্রকাশিত : ১৩:৫২, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫২, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে কোরবানীর পশু। ব্যবসায়ীরা বলছেন, দু-একদিনের মধ্যেই পুরোদমে বেচাকেনা শুরু হবে। এদিকে, কয়েকদিন ধরে ব্যাপকহারে ভারতীয় গরু আসায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশীয় গরুর পাইকারি ব্যবসায়ীরা। ঈদুল আজহার বাকী আর মাত্র এক সপ্তাহ। দেশের অন্যতম বড় গাবতলী হাটে এরইমধ্যে আসতে শুরু করেছে কোরবানীর পশু। গরু, ছাগল, মহিষের সাথে আনা হয়েছে উট। ব্যবসায়িরা বলছেন, দু’একদিন পরেই শুরু হবে বেচাকেনা। তবে, হঠাৎ করে প্রচুর সংখ্যক ভারতীয় গরু আসায়, ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শংকায় রয়েছেন দেশী গরুর বিক্রেতারা। ক্রেতারাও আসছেন হাটে ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পশু। বাজার কর্তৃপক্ষ বলছে, বেচা-কেনার সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। রাজধানীর অস্থায়ী পশুর হাট আফতাব নগরেও আনা হয়েছে কোরবানীর পশু। বিশাল এলাকা জুড়ে নেয়া হয়েছে প্রস্তুতি। রাজধানীতে ২১টি অস্থায়ী হাটে কেনা বেচা হবে কোরবানীর পশু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি