ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় ১০ মার্কিন নাগরিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কোস্টারিকার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন মার্কিন নাগরিক। অপর দুজন ওই বিমানের পাইলট এবং কো-পাইলট বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে প্রায় ২৩০ কিলোমিটার পশ্চিমে গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতার অদূরে রোববার এ দুর্ঘটনাটি ঘটেছে।

কোস্টা রিকার নিরাপত্তামন্ত্রী গুস্তাভো মাতা জানিয়েছেন, বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য জানা গেছে।

বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানাতে পারেনি কর্মকর্তারা।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইসি গুইলারমো সোলিস এ দুর্ঘটনায় হতাহতের প্রতি শোক প্রকাশ করেছেন।

সূত্র: সিএনএন

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি