ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কোহলির ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে মুখ খোললেন মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

`মন কী বাত` অনুষ্ঠানের ৪৩তম পর্বটি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর এটিই ছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন কী বাত অনুষ্ঠান। সেখানে গঙ্গা দুষণ থেকে শুরু করে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদী। তিনি কী কী বলেছেন দেখে নেওয়া যাক-

১. এখন অনেকেই ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সবাই নিজেকে ফিট দেখতে প্রস্তুত।

২. `দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও আমাকে ফিটনেস চ্যালেঞ্জে অনুরোধ করেছেন। আমি তা গ্রহণ করেছি।` জানালেন মোদী

৩. বিরাটের ফিটনেস চ্যালেঞ্জ পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

৪. গঙ্গাদূষণ নিয়ে কথা বলতে গিয়ে মোদী এদিন জানিয়েছেন, বিএসএফ-এর কয়েকজন সদস্য এভারেস্ট গিয়েছিলেন। সেখানে পার্বত শৃঙ্গে কীভাবে তারা আবর্জনার মুখোমুখি হন সে কথাও এদিন জানান মোদী।

৫. এভারেস্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি পর্বোতারোহী অজিত বাজাজ, সঙ্গীতা ভাল-এর প্রশংসা করেন।

৬. এভারেস্ট শৃঙ্গ জয় নিয়ে চন্দ্রপুরের উপজাতি সম্প্রদায়ের ৫ পড়ুয়ারও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

৭. ফের একবার এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, খোলা ধূলার প্রয়োজনীয়তা। শিশু মনের বিকাশে এর গুরুত্বের কথা ফের তিনি চিনিয়ে দেন নিজের বক্তব্যে।

সূত্র: ওয়ানইন্ডিয়া

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি