কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রকাশিত : ১৪:১৭, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১৭, ১১ জানুয়ারি ২০১৭
কোপা দেল রে ফুটবলে হেরেও কোয়ার্টার ফাইনালে উঠলো অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে লাস পালমাসের সাথে ৩-২ গোলে হারলো তারা।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে ছিলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেও দুই লেগে মিলিয়ে ৪-৩ ব্যবধানে শেষ আটে টিকে রইল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের সবগুলো গোলই আসে দ্বিতীয়ার্ধে। অ্যাটলেটিকোর হয়ে ৪৯ মিনিটে গ্রিজম্যান ও ৬১ মিনিটে গোলটি করেন তোরেস। লাস পালমাসের হয়ে ৫৭ ও ৮৯ মিনিটে দুইটি গোল করেন মার্কো লিভাজা। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে লাস পালমাসের হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার মাতেও গার্সিয়া।
আরও পড়ুন