ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ক্যাম্প প্রত্যাহারসহ শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ঘোষণা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৫, ৮ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

পার্বত্য চট্টগ্রামে চারটি ব্রিগেড ছাড়া সব সেনা ক্যাম্প প্রত্যাহারসহ শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় কোনো দেশ বা পক্ষের মধ্যস্থতা ছাড়া পার্বত্য শান্তি চুক্তিটি বিশ্বে ব্যতিক্রম। সরকারের বিশেষ বরাদ্দে রাজধানীর বেইলি রোডে প্রায় দুই একর জমির ওপর তৈরি হবে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। পাহাড়িদের স্বাগত নৃত্যের উৎসবের আবহে কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মহানগরীর কেন্দ্রে কোনো একটি অঞ্চলের জন্য এমন স্থাপনাকে পার্বত্য শান্তিচুক্তির পর বর্তমান সরকারের পার্বত্যবাসীর প্রতি অনন্য ভালবাসার নজির বলে উল্লেখ করেন তিনি। তবে পার্বত্য শান্তি চুক্তি আজো পুর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়ার হতাশা ছিলো সন্তু লারমার বক্তব্যে, যার উত্তরও ছিলো প্রধানমন্ত্রীর ভাষনে। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিএনপির অপপ্রচার এবং বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। সিংক ফেনি থেকে চট্টগ্রাম চলে যাবে ভারতে, অস্ত্রসমর্পনের বিরোধীতা করেছিলো বিএনপি ভূমি সংস্কারের বিষয়ও সমাধানের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি