ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ক্যালিফোর্নিয়ায় টুরিষ্ট বাস ও লরির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত

প্রকাশিত : ০৯:৩০, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৩০, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

californiaযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টুরিষ্ট বাস ও লরির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। বাসটি স্যালটন সিটির একটি ক্যাসিনো থেকে লস এঞ্জেলসের দিকে যাচ্ছিল। উদ্ধারকর্মীরা জানিয়েছে ইউএস হলিডের বাসটি লরির পিছনে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঠিক কি কারণে এ দূর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে বাসটি অতিরিক্ত গতিতে চালানো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি