ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে অস্ত্রসহ ৬ যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরীপাড়া এলাকার গহিন অরণ্যের একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্রসহ ছয় যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শামশের উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন অনিল চাকমা, এলিন চাকমা, সাচিং মং মারমা, সুমন চাকমা, শান্তিজয় মারমা ও রিপন ত্রিপুরা।

আটকদের কাছ থেকে একটি একে-২২ অটোরাইফেল, একটি এলজি, দুটি নাইন এমএম পিস্তল, বেশ কিছু ধারালো অস্ত্র, ৪৯টি গুলি, সরকারবিরোধী পোস্টার, আটটি মোবাইল সেট, চাঁদা আদায়ের রসিদ বইসহ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

লেফটেন্যান্ট কর্নেল মো. শামশের উদ্দিন জানিয়েছেন, ‘আটকরা ইউপিডিফের সামরিক শাখার কর্মী। তারা এলিন চাকমার নেতৃত্বে চাঁদাবাজি করে আসছিল।’

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি