ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৩, ৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সদর উপজেলার পানখাইয়া পাড়ায় স্লুইচ গেইট এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মিঠুন চাকমা। তিনি ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
সদর থানার ওসি তারেক মাহমুদ গণমাধ্যমকে জানান, ইউপিডিএফ নেতার হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক বিজন চাকমা জানান, মিঠুনকে সকালে তার অপর্ণা চৌধুরীপাড়ার বাসা থেকে অপহরণ করে নিয়ে গুলি করে হত্যা করা হয়। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
স্থানীয়রা বলছেন, দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন মিঠুন।
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি তারেক মাহমুদ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি