ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত : ১৫:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকের চাপায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন। স্থানীয়রা জানিয়েছে, আলুটিলা বৌদ্ধবিহারের অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলার সময় একটি ট্রাক জনতার উপর উঠে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। আলুটিলা বৌদ্ধবিহারের অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের অন্তেষ্টিক্রিয়া উপলক্ষে সড়কের পাশে জড়ো হয় ভক্তরা। সকাল ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা জনতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হয় অনেকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, অন্তেষ্টিক্রিয়ার কারণে ওই এলাকা ও সড়কের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ জড়ো হয়। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে আশংকাজনক দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি