ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

খাদ্যে ভেজাল দিয়ে দেশের ক্ষতি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭:৪৫, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৪৫, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

অধিক মুনাফার লোভে খাদ্যে ভেজাল দিয়ে দেশের ক্ষতি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো পণ্য উৎপাদন এবং রপ্তানী ও দেশে বাজারজাত করার ক্ষেত্রে গুণগত মান ঠিক রাখতেও ব্যবসায়ীদের নির্দেশ দেন তিনি। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাছের সংরক্ষণ, প্রজনন ও বংশ বিস্তার যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান। দেশের ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন জীবিকা মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কৃষিজ আয়ের প্রায় ২৪ ভাগ আসে এই খাত থেকে। আর জিডিপিতে মৎস্য সম্পদের অবদান প্রায় ৪ ভাগ। কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই মাছের প্রজনন ও সংরক্ষণে গুরুত্ব দিয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে মাছ সংরক্ষণে আরো তৎপর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অধিক মুনাফার লোভে খাদ্যে ভেজাল না দিতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি