ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খুনের দায়ে সৌমিত্র বড়ুয়ার মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১৯:৩৫, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

খুনের দায়ে সৌমিত্র বড়ুয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের চতুর্থ মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ রায় দিয়েছেন। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী জানান, ১১ বছর আগে তাজউদ্দিন বাবু নামে এক যুবককে খুনের দায়ে সৌমিত্র বড়ুয়াকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজিম উদ্দিন ওরফে সুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সৌমিত্র কারাগারে থাকলেও খালাস পাওয়া নাজিম উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি