ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

খুব শিগগিরই পরমাণু আলোচনা শুরু হবে: ইরান পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লহিয়ান শুক্রবার বলেছেন, তেহরানের পরমাণু চুক্তি বিষয়ে স্থবির হয়ে পড়া আলোচনা ফের ‘খুব শিগগিরই’ শুরু করা হবে। খবর এএফপি’র

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় ইউরোপের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনায় দেশটিকে এ আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ইরানের ফের সম্পূর্ণ সমর্থন আদায়েরও প্রচেষ্টা চালানো হচ্ছে।

ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির কথা উল্লেখ করে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা বর্তমানে ভিয়েনা আলোচনার বিভিন্ন নথি পর্যালোচনা করছি এবং চার+১ দেশের সাথে ইরানের আলোচনা খুব শিগগিরই শুরু হবে।’

আমির আব্দুলাহিয়ার ‘খুব শিগগিরই’ বলতে কি বুঝিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘এর অর্থ কয়েক দিন হতে পারে, এর অর্থ কয়েক সপ্তাহ হতে পারে।’

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি