ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে ধর্মঘট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৩ ডিসেম্বর ২০১৯

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট হচ্ছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের সমর্থনে গতকাল সোমবার সকালে ৯ পাটকলের শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা নিজ নিজ মিলের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।

এ বিষয়ে প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘পাটকলগুলোর শ্রমিকদের ৮ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। এ ছাড়া একাধিকবার মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি।’

এ ব্যাপারে প্লাটিনাম জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, ‘সিবিএ নেতাদের চিঠি দেওয়া হলেও তারা সাড়া দেননি। বিষয়টি বিজেএমসির প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।’
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি