ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সাধারণ ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই’র সভাপতি ডা. কবির উদ্দিন শিকদারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক ডা. এম হাদিউজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

গতকাল রোববার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে উপদেষ্টা কমিটি গঠন সংক্রান্ত আলোচনা শুরু হয়। এতে উপদেষ্টা কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডা. কবির উদ্দিন শিকদার সভাপতি নির্বাচিত হন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- রাসেল আহমেদ (কেন্দ্রীয় অ্যালামনাই সাংগঠনিক সম্পাদক, গ.বি), আমিনুল ইসলাম (ফিজিওথেরাপি, অ্যালামনাই, গ.বি), ডা. ইফতেখার এনাম মেবিন (ফিজিওথেরাপি, অ্যালামনাই, গ.বি), এস. আই মনসুর হোসেন মানিক (ইংরেজি, অ্যালামনাই, গ.বি), এস.আই আতাউল মাহামুদ বাবু (আইন, অ্যালামনাই, গ.বি), মোঃ ইকরাম হোসেন (ফার্মেসী, অ্যালামনাই, গ.বি), শরীফুল ইসলাম রতন (রাজনীতি ও প্রসাশন, অ্যালামনাই, গ.বি), আসিফ আল আজাদ (প্রতিষ্ঠাতা, গবিসাস), শামিম হোসেন ( সাবেক ভি.পি, গকসু), মোঃ জুয়েল রানা (ভি.পি গকসু)।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলনের পূর্বে শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয় সাধারণ ছাত্র পরিষদ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি