ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গর্তের ভেতর হোটেল নির্মাণ করে তাক লাগাল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১৯ নভেম্বর ২০১৮

একটি অব্যবহৃত বিশালাকার গর্তের মধ্যে ১৭ তলা হোটেল নির্মিণ করে চীন সবাইকে অবাক করে দিয়েছেন।সম্প্রতি এই গভীর হোটেলটির উদ্বোধন হয়েছে। ৩৩৬ টি রুমের এই হোটেল ৮৮ মিটার (২৯০ ফুট) গভীর এবং থিম পার্ক সমন্বিত এই হোটেল নির্মাণে খরচ হয়েছে ২৮৮ মিলিয়ন ডলার।

চীনে সাহসী স্থাপত্য নকশাগুলোর ক্রমবর্ধমান সংখ্যাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই হোটেলটি। জলপ্রপাতের খাদের মধ্যে এই হোটেলের একটি দিক গাঁথা রয়েছে ওই খাদের দেওয়ালে, আর অপর দিকটি জলপ্রপাতের দিকে উন্মুক্ত। ১৭ তলা এই হোটেল সাংহাই থেকে সড়কপথে প্রায় এক ঘন্টায় পৌঁছানো যাবে। এই হোটেলে থাকতে হলে খরচা শুরু হবে ৩ হাজার ৩৯৪ ইউয়ান (৪৯০ ডলার) থেকে।

পানি স্তরের নীচে এই হোটেলের একটি স্যুইট অবস্থিত। তবে খাদের গভীর সরাসরি দেখতে পাওয়ার আশা করবেন না। কারণ বড় জানলাগুলি বিশালাকার ফিশ ট্যাঙ্ক দিয়ে ঢাকা। ‘কেন আমরা বলি যে কোয়ারি হোটেল প্রজেক্টের তুলনায় পৃথিবীতে আর কিছুই নেই?’ বলেন শিমাও প্রপার্টি রিয়েল এস্টেটের মুখ্য ইঞ্জিনিয়ার চেন জিয়াওজিয়াং।

তার কথায়, ‘এটি একটি এমন প্রকল্প যা পুরোপুরি নতুন, এমন একটি প্রকল্প যার আমরা আগে কখনও সম্মুখীন হইনি। সকল সমস্যার সমাধান করার জন্য আমাদের কোনও রেফারেন্স কেস বা অভিজ্ঞতার নেই। কারও কাছ থেকে কিছুই শিখতে পারিনি।’

স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে নির্মাণ শুরু হওয়ার আগে, ভারী বৃষ্টিপাতের ফলে নিকটবর্তী নদীটি খাদের ভেতরে ঢুকে পড়েছিল, যার ফলে খাদ অর্ধেক অব্দি পানি ভর্তি হয়ে গিয়েছিল।

চেন বলেন, ‘যদি নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এমন কিছু ঘটত তাহলে বিধ্বংসী ব্যাপার হতো।’

ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার জন্য খাদের প্রান্তের চারদিকে একটি বাঁধ নির্মাণ করেছেন নির্মাণকারীরা। পানির স্তর নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য একটি পাম্প হাউসও ব্যবহার করা হয়।

জলপ্রপাত এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির একটি। অ্যাডভেঞ্চারপ্রেমী অতিথিরা এখানে রক ক্লাইম্বিংও করতে পারেন। এটি একটি সম্পূর্ণ অনন্য ধারণা! ভুলে যাওয়া, অব্যবহৃত কোনও সাইটে নতুন কী এমন করা যায় এবং একে নতুন জীবন দিতে কীভাবে কী করা যায় তা ঠিক করার ধারণাটাই অন অনবদ্য।

আমি কখনোই আমার বিশ্বাস হারিয়ে ফেলিনি যে একদিন এর কাজ সম্পন্ন হবে। হয়েওছে আজ। আমি সম্পূর্ণরূপে উত্তেজিত এবং বিস্মিত! বলেন ব্রিটিশ স্থপতি মার্টিন জচম্যান। এই প্রকল্প যখন ১২ বছর আগে শুরু হয় সেই থেকেই কাজের সঙ্গে যুক্ত তিনি।

চীন সেন্ট্রাল টেলিভিশনের রাজ্য সম্প্রচারকারী বেজিং সদর  এই হোটেলকে "দ্য বিগ আন্ডারপ্যান্টস" নামে সম্বোধন করেছে। এই হোটেল দেখতে নাকি দৈত্যের পেলভিসের মতো।

তথ্যসূত্র : এনডিটিভি

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি