ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গর্ভবতী কি-না জানতে পোশাক খুলে পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২৮ জুন ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

গর্ভবতী কি-না প্রমাণ দিতে বিমান বন্দরে পোশাক খুলে পরীক্ষা করা হল এক নারীকে। গতকাল বুধবার ভারতের গুয়াহাটি বিমান বন্দরে ঘটেছে এই ঘটনা।

এদিন দিল্লি যাওয়ার জন্য গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হন ওই নারী। সঙ্গে ছিলেন তার স্বামী। স্বামী তার স্ত্রীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে বলেছিলেন বিমান কর্তৃপক্ষকে। এর পরই শুরু হয় গণ্ডগোল। ওই নারীকে বলা হয়, তিনি যে অন্তঃসত্ত্বা তার প্রমাণ দিতে হবে। এমনকী, তাদের বোর্ডিং পাস দিতেও রাজি ছিলেন না বিমান কর্মীরা। এর পরই কোনও চিকিৎসক না এনে সিআইএসএফ-এর এক নারী কর্মীই ওই নারীর পেট টিপে পরীক্ষা করেন বলে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সব ঘটনা খুলে লিখে ক্ষোভ উগরে দেন ওই নারীর স্বামী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট অভিযুক্তদের হতে পারে কঠোর শাস্তি।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি