গাইবান্ধায় চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে রেলপথ অবরোধ
প্রকাশিত : ১৪:২১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৪০, ১ অক্টোবর ২০১৬
দখলদারদের হাত থেকে চিনিকলের জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে রেলপথ অবরোধ চলছে।
শনিবার সকাল থেকে রেলপথ অবরোধ করে রাখেন শ্রমিক-কর্মচারিরা। অবরোধের কারণে ঢাকার সাথে রংপুরসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধকারীরা জানায়, সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১৮শ’ ৪২ একর জমি নিজেদের দাবি করে প্রভাবশালী কিছু ব্যক্তি দখল করে রেখেছে। এ’কারণে পহেলা সেপ্টেম্বর থেকে রোপন মৌসুম শুরু হলেও রংপুর চিনিকল কর্তৃপক্ষ এখন পর্যন্ত খামারে কাজ শুরু করতে পারেনি।
আরও পড়ুন