গাইবান্ধায় বাসে বোমা হামলার বিচার তিন বছরেও শেষ হয়নি
প্রকাশিত : ১৪:০০, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮
 
				
					গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহতের ঘটনায় বিচার না পেয়ে হতাশায় হতাহতদের পরিবার। মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পরে বাকি ৭৬ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। এদিকে আজ মঙ্গলবার থেকে মামলার সাক্ষ্যগহণ শুরু হওয়ার কথা রয়েছে। 
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সাহাপাড়া এলাকায় ঢাকাগামী বাসে পেট্রোল বোমা হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। বাসটিতে আগুন ধরে নারী-শিশুসহ আটজনের মৃত্যু হয়। আহত হয় ৩০ জন। তিন বছর পেরিয়ে গেলেও জড়িতদের বিচার না হওয়ায়, কান্না থামেনি স্বজনদের। আজো ভয়াবহ স্মৃতি ও ক্ষত নিয়ে দিন কাটাচ্ছেন হামলায় আহতরা। 
পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ ৭৭ জনকে আসামি করে চার্জশিট দেয়। মূল আসামি মনজিল মোর্শেদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। আর বাকি অভিযুক্তদের উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হয়।
মামলাটি বর্তমানে গাইবান্ধা জেলা জজ আদালতে বিচারাধীন। গত ১৬ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও তা পিছিয়ে যায়। 
এসএইচ/
আরও পড়ুন
 
				        
				    






























































