ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

গাজীপুরে নিজ বাসা থেকে এক কলেজ শিক্ষিকার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৪৩, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৩, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরে নিজ বাসা থেকে এক কলেজ শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই প্রভাষকের নাম আফসানা আক্তার। পুলিশ জানায়, শহরের উত্তর ছায়াবিথী’র হাক্কানী হাউজিং সোসাইটি এলাকার একটি ফ্ল্যাটে দু’ছাত্রীকে নিয়ে ভাড়া থাকতেন কাজী আজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আফসানা। মঙ্গলবার সকালে দুই শিক্ষার্থী কলেজে যাওয়ার সময় আফসানাকে ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা কলেজে চলে যায় । দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে অন্য শিক্ষকদের খবর দেয় তারা। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার মৃতদেহ উদ্ধার করে। এদিকে এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি