ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুরে ২৬ হাজার ইয়াবাসহ দুইজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের নাওজোর ত্রিমোড় এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিলতারা এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে মো. রাজ্জাক হাওলাদার (৪২) এবং রংপুরের পীরগঞ্জ থানার একবারপুর রাজারপাড়া এলাকার প্রিনাথ বাবুর ছেলে চন্দন বাবু (২৯)।

র‌্যাব কর্মকর্তা রফিক বলেন, গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ২৬ হাজার ৫৮০ ইয়াবা উদ্ধার করে। এবং দুইজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই মো. শামিম হোসেন।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি