ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জর্ডানে বন্যা

গাড়ি দুর্ঘটনায় শিশুসহ ১৮ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫৯, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জার্ডানে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডেড সি-এর নিকটবর্তীস্থানে এ ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে বেশির ভাগের বয়স ১৪ এর নিচে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা হেলিকাপ্টার পাঠিয়েছে।

জার্দানের স্বাস্থ্য মন্ত্রী বলেন, নিহত ছাড়াও ১১ জন লোক আহত হয়েছেন। আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি