ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণের গ্রেনেডের মিল

প্রকাশিত : ১১:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণের গ্রেনেডের মিল রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ’কথা বলা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে তিন সদস্যের গোয়েন্দা দল কলকাতা সফর করে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ’র হেফাজতে থাকা জঙ্গি মুসার সঙ্গে কথা বলেন বাংলাদেশের গোয়েন্দারা। পরে ছবি দেখে দুই ঘটনায় ব্যবহৃত গ্রেনেড একই ধরণের বলে নিশ্চিত হন তারা। এছাড়া, গুলশান হামলার সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ মামলার অন্যতম আসামী জেএমবি সদস্য সোহেল মাহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাহ’র যোগসূত্রেরও প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আনন্দবাজার। গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সোহেলই তৈরি ও সরবরাহ করেছে বলে মনে করছেন গোয়েন্দারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি