গুহায় আটক বাকি ৫ জনকে উদ্ধারে অভিযান শুরু
প্রকাশিত : ১৪:০৯, ১০ জুলাই ২০১৮

থাইল্যান্ডের গুহায় আটক ক্ষুদে ফুটবল দলের কোচসহ বাকি চারশিশুকে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা। স্থানীয় সময় সকাল ১০টায় গুহার ভেতর প্রবেশ করে ১৯ ডুবুরি। ধারণা করা হচ্ছে, আজকের মধ্যেই তাদের উদ্ধার করতে সক্ষম হবেন তারা। এদিকে গুহার ভেতরে বন্যা পরিস্থিতিরি অবনতি ঘটেছে।
মিশন কমান্ডার নারোংস্যাক অসুত্থানাকর্ন বলেন, আশা করছি চার শিশু, দুই কোচ এবং ডাক্তারকে আমরা সুস্থরূপে ফিরে পাবো। ইতোমধ্যে আটকাপড়া ১২ শিশুর ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত দুদিনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৩ জুন ‘ওয়াইল্ড বোর্স’ নামে একটি কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ গুহায় প্রবেশ করেছিল৷ এরপর প্রচণ্ড বৃষ্টির কারণে গুহায় পানি ঢুকে গেলে তারা আটকা পড়ে যায়৷ দুজন ব্রিটিশ ডুবুরিরা নয়দিন পর তাদের খুঁজে পেয়েছিলেন৷ এরপর থেকেই তাদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় ও বিদেশি ডুবুরি ও বিশেষজ্ঞদের একটি দল৷
গুহার যেখানে কিশোররা আটকা পড়েছে, সেখান থেকে বের হওয়ার পথের দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার৷ পথটির বিভিন্ন অংশ পানি জমে রয়েছে এবং কয়েকটি জায়গা বেশ সরু৷ এই পথ পাড়ি দিতে কিশোরদের পুরো মুখে মাস্ক পরানো হয়েছিল৷ এরই মধ্যে যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে তারা সবাই জীবিত আছেন। তবে সেখানে অক্সিজেন সরবরাহ করতে গিয়ে ইতোমধ্যে দেশটির নৌ বাহিনীর এক ডুবুরির মৃত্যু হয়েছে।
সূত্র: সিএনএন
এমজে/
আরও পড়ুন