ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গুহায় আটক ১২ ফুটবলারকে উদ্ধারে ৪ মাস সময় লাগবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে নিরাপদে উদ্ধার করা বড় চ্যালেঞ্জ মনে করছে দেশটির কর্তৃপক্ষ। ভারী বর্ষন আর বন্যায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে জানিয়ে আপাতত আটকে পড়াদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের উদ্ধারে চার মাস সময় লাগতে পারে বলেও আভাস দিয়েছেন তারা।

গুহায় ৯ দিন ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না থাই কর্তৃপক্ষ। গুহায় বন্যার পানি ও কাদা জমে থাকায় উদ্ধার কাজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

আটকে পড়াদের বেশিরভাগই সুস্থ আছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের উদ্ধারে কমপক্ষে চার মাস সময় লাগতে পারে বলেও আভাস দিয়েছেন তারা।

গুহায় আটকে পড়ার প্রায় ১০দিন পর সেখানে খাবার ও কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়েছে। আর অনাহারে শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়ায় পাঠানো হয়েছে চিকিৎসক।

এদিকে সবাইকে এক সাথে বের করা সম্ভব হবে না বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

গেলো ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ দেশটির উত্তারঞ্চলের চিয়াং রাই এলাকার গুহায় প্রবেশ করে। প্রবল বৃষ্টিতে গুহার প্রবেশপথ ঢসে পড়লে আটকা পড়ে তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি