ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গৃহ নির্মাণে সাড়ে ৯ কোটি ডলার দিচ্ছে আইডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৩ জুলাই ২০১৭

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশে কম খরচে গৃহ নির্মাণের লক্ষ্যে রুরাল অ্যান্ড পেরি-আরবান ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্য ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার অনুমোদন করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬৫ কোটি টাকা।

রোববার জেদ্দায় ব্যাংকটির নির্বাহী পরিচালক বোর্ডের ৩২০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে এ সভায় মোট ১০৯ কোটি ৬৪ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দেয়া হয়।

আইডিবি’র এই আর্থিক সহায়তা ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ হবে। অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীকে কম খরচে গৃহ নির্মাণে ব্যয় হবে এ অর্থ। রাষ্ট্র মালিকানাধীন হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (এইচবিএফসি) এ দায়িত্ব পাবে বলে জানা গেছে।

আইডিবি`র এ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং স্যানিটেশন, শিল্প, আবাসন, যোগাযোগ, কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত। এছাড়া আইডিবি-র সহযোগিতায় সদস্য রাষ্ট্র নয়, এমন দেশগুলোতে মুসলমান সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রকল্প রয়েছে।

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি