গোটা বিশ্ব এখন চরম মানবিক সংকটে
প্রকাশিত : ১৪:২২, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২২, ১২ মার্চ ২০১৭
গোটা বিশ্ব এখন চরম মানবিক সংকটে। ১৯৪৫ সালের পর সবচে ভয়াবহ এ মানবিক সংকট কাটাতে সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন, সোমালিয়া, দক্ষিণ সুদান ও নাইজেরিয়ায় দুই কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে। জাতিসংঘের আশঙ্কা, ভয়াবহ এ বিপর্যয়ে চলতি বছর খাদ্যাভাবে মারা যেতে পারে ১৪ লাখ শিশু।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ঘরে ঘরে ভয়াবহ অপুষ্টির শিকার এসব শিশু। খাদ্য আর ওষুধের অভাবে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। আর সোমালিয়া, নাইজেরিয়া ও সুদানে শিশু জন্ম নিচ্ছে অপুষ্টি নিয়েই। দুর্ভিক্ষের কারণে ঠিকমতো খাবারই জোটে না।
দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের মতে, ১৯৪৫ সালের পর বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটে। যার প্রভাব পড়ছে শিশুদের ওপর। জতিসংঘের আশঙ্কা, ভয়াবহ এ বিপর্যয়ে চলতি বছর খাদ্যাভাবে মারা যেতে পারে ১৪ লাখ শিশু।
জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান স্টিফেন ও’ ব্রায়েন প্রথমেই তুলে ধরেছেন ইয়েমেনের বিপর্যয়। দেশটিতে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় দুই কোটি নাগরিক মানবিক সংকটে রয়েছে। পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচ লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে। দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে।
দক্ষিণ সুদানের প্রায় ৫০ লাখ মানুষের জরুরি খাদ্যের প্রয়োজন। সরকার ও বিদ্রোহীদের দ্বন্দ্বের শিকার সাধারণ নাগরিক। নাইজেরিয়ার চিত্রও একইরকম। ৭০ লাখ মানুষ খাবারের অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছে। আর জঙ্গী গোষ্ঠি বোকো হারামের হাতে প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি মানুষ।
সোমালিয়ায় খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে মার্চ মাসের শুরুতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি এলাকায় ১১০ জনের মৃত্যু হয়।
জাতিসংঘের কর্মকর্তা স্টিফেন ও’ ব্রায়েন এ বিপর্যয় কাটিয়ে উঠতে সহযোগিতা চেয়েছেন। জানিয়েছেন বিপর্যয় এড়াতে আগামী জুলাইয়ের মধ্যে ৪৪০ কোটি ডলার দরকার।
আরও পড়ুন