ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১১:৫৯, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৫৯, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের ঘোনাপাড়ায় তেলবাহী ট্রাক উল্টে মো: জালাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। সদর থানার উপ-পরিদর্শক জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী তেলবাহী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের উপর উঠে আসে। এসময় ট্রাকটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চাপা পড়ে হেলপার জালাল ঘটনাস্থলে মারা যান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত জালাল খুলনার খালিশপুর ৭নম্বর ঘাট এলাকার ছেলে। ঘটনার পর থেকে পলাতক আছে চালক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি