ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করার অভিযোগ

প্রকাশিত : ০৯:১৯, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৯, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধী ও জামায়াতের সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। গেলো রাত ১২টার দিকে রাজধানীর মগবাজার কাজী অফিস সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে ফেসবুক পোস্টে জানান, ভাই সালমান আযমী। এছাড়া আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আমান আযমী’র মা এবং তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আযাদ। তারা বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ৩০-৩৫ জনের একটি দল আমান আযমীকে আটক করেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি