ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

গৌতম গাম্ভীরের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩৯, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গৌতম গাম্ভীর। ভারতের পেশাদার ক্রিকেটার। আর ঘরোয়া লিগে খেলছেন দিল্লির হয়ে। এছাড়া, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই ওপেনিং ব্যাটসম্যান। ১৯৮১ সালে আজকের এই দিনে ভারতের নয়া দিল্লিতে জন্মগ্রহন করে তিনি। দর্শক ও সহকর্মীরা গৌতম গাম্ভীর নামেই জানেন তাকে। মাত্র দশ বছর বয়স থেকেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি। দিল্লির বাহাদুর শাস্ত্রী একাডেমীতে ক্রিকেটের কলা কৌশল শেখেন এই বাহাতি ব্যাটসম্যান। ২০০০ সালে প্রথম বেঙ্গালুুরুতে জাতীয় ক্রিকেট একাডেমীতে সুযোগ পান গৌতম গাম্ভীর। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়। এপর্যন্ত ১৪৭টি ম্যাচ খেলে রান করেছেন পাঁচ হাজারের বেশি। ২০০৯ সালে ওয়ানডেতে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে। ৩৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি করেন ১১টি। সাদা জার্সিতে ৫৭ ম্যাচ খেলে রান পেয়েছেন ৪১২৫। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও আলো ছড়ান গৌতম গাম্ভীর। ১৯৯৯ সাল থেকে খেলে যাচ্ছেন দিল্লির হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন দিল্লি ডেয়ারডেভিলের্সের হয়ে। আর ২০১১ সাল থেকে অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি