ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

গ্যাস পাইপলাইন নির্মানে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও রাশিয়া

প্রকাশিত : ১৮:১১, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১১, ১১ অক্টোবর ২০১৬

সাগরের তলদেশ দিয়ে গ্যাস পাইপলাইন নির্মানে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও রাশিয়া। সফররত রাশিয়ান প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ানের দ্বীপাক্ষিক বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। এরফলে রুশ-তুর্কী সম্পর্ক নতুন মাত্রা পেল। এছাড়াও সিরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে দুই দেশ। ইউরোপিয় ইউনিয়ন থেকে জ্বালানি আমদানি কমাতে রাশিয়া থেকে গ্যাস আনার পরিকল্পনা করছিল তুরস্ক। এদিকে তুরস্কের জ্বালানি খাতে বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন পুতিন। তুরস্কে রাশিয়ান যুদ্ধবিমান ভুপাতিত হওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ ছিল।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি