গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি
প্রকাশিত : ১৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব গণবিরোধী উল্লেখ করে, এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের উপর বাড়তি চাপ বলে মনে করেন বিএনপির এই নেতা। সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়।
আরও পড়ুন