ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

গ্রাহকদের দ্বারপ্রান্তে ছুটে চলছে আমারবাজার

প্রকাশিত : ২২:৩৩, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

অনলাইনে বেচাকেনার অন্যতম বৃহৎ পোর্টাল আমারবাজার লিমিটেডের প্রতিনিধিদের সেলিব্রেশন ও সাইনিং সেরেমনি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘চুক্তিবদ্ধ কোম্পানির প্রকৃত পণ্য গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমারবাজার ছুটে চলছে অবিরাম।’

গত ১ ফেব্রুয়ারি তোপখানা রোডস্থ বিএমএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর ও সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আব্দুল ওয়াহেদ তমাল ও এসএসএল ওয়ারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশিষ চক্রবর্তী।

এতে বক্তব্য রাখেন,আমারবাজার লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনার রশিদ,ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জিএম গোলাম রব্বানি (পরিচালক, প্রশাসন ও অর্থ),মো. মুঞ্জুরুল মোর্শেদ (পরিচালক, বিপণন), মো. মনিরুজ্জামান (পরিচালক, অপারেশন), মাসুদুর রহমান (পরিচালক, করপোরেট মার্কেটিং), তাজুল ইসলাম (পরিচালক, ট্রেনিং) ও আমারবাজারের মিডিয়া এডভাইজার আরিফ সোহেলসহ প্রতিষ্ঠানের সেলিব্রেতি প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেলিব্রেটিদের ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ-উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন,‘এই প্রতিষ্ঠান দেশ-বিদেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের পণ্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী ঘরে-ঘরে পৌঁছে দিতে আমারবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু বেচাকেনাই নয়, তৃণমূল পর্যায়ের গ্রাহকদের পণ্য সেবা নিশ্চিত করাও এই প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকার।’ 

‘সবকিছুই অনলাইনে’ এই স্লোগানকে সামনে রেখে অফলাইনের ক্রেতাদের অনলাইনে সম্পৃক্ত করার স্বপ্ন নিয়েই আমারবাজারের পথচলা শুরু। শহর বন্দর-জেলা-উপজেলায় নির্ধারিত মূল্যের পণ্য ক্রয় করলে পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। এজন্য গ্রাহকদের কোনো অর্থ দিতে হবে না। গ্রাহক চাইলে চাল-ডাল-লবণ-চিনি-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি টিভি, এসি, রিফ্রিজেরেটর, ফ্যান, প্রেসার কুকার, ওভেনসহ অন্যান্য ভোগ্যপণ্য ক্রয় করতে পারবেন আমারবাজার থেকে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি