ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউএ ২৪ মিনিট নিরবতা পালন

প্রকাশিত : ১১:৪১, ২১ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪১, ২১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউএ ২৪ মিনিট নিরবতা পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলণ করে নেতাকর্মীরা ২১ আগস্ট নিহতদের শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করেন। পরে মোমবাতি ও মশাল জ্বালিয়ে আলোর মিছিল করে সংগঠনটি। এদিকে শোকের মাসে কর্মসূচির অংশ হিসেবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউএ গ্রেনেড হামলার স্থানে অস্থায়ী শোক বেদী নির্মাণ করা হয়েছে। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন নিহতদের। রাতভর তারই প্রস্তুতি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি