ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

গ্লাস ভেঙ্গে সেলুনে ঢুকে পড়লো হরিণ! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৫৩, ৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

আমরা জানতাম হরিণ তীক্ষ্ণ দৃষ্টির। পাতা নড়ার শব্দ পেলেও যেখানে হরিণ সতর্ক হয়ে যায়। সেই হরিণ কিনা সেলুনের গ্লাস ভেঙ্গে লাফিয়ে পড়লো এক মহিলার উপর। আর তাতেই সেলুনের সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করল। শুধু তাই নয়, একজন আহত হয়ে হসপিটালেও গেলেন।

ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের একটি লেকের পাশে গড়ে ওঠা তিফুল হেয়ার সেলুনে। এ সময় পার্লারের সামনের ব্যস্ত রাস্তাটিতে চলছিল গাড়িঘোড়া। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই একটি স্বাস্থ্যবান হরিণ তীব্র গতিতে দৌড়ে এলো পার্লারের দিকে। সোজা এসে প্রবল গতিতে ধাক্কা মারল পরিপাটি হেয়ার সেলুনের কাঁচের দেওয়ালে।

ভারী ওই হরিণের ধাক্কায় এক মুহূর্ত কাঁচের দেওয়াল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেই স্থানটিতে সোফায় বসা ছিলেন একজন মহিলা কাস্টমার। হরিণটি তার মাথায় হামলে পড়লে চারদিকে শুরু হয়ে যায় চিৎকার-চেঁচামেচি। মহিলা কাস্টমারও আঘাতপ্রাপ্ত হলেন। 

সে সময় এক কাস্টমারের চুল কাটছিলেন এক হেয়ার ড্রেসার। তিনিও চিৎকার দিয়ে দৌড় দিলেন প্রাণপণে। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেল হেয়ার সেলুনটি। পরে মাথা ও পায়ে আঘাত পাওয়া মহিলাকে কাছাকাছি এক হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পার্লারের ভেতরে ঢুকে হরিণটি তোলপাড় শুরু করে দিল। পালাবার পথ খুঁজতে সে তখন দৌড়াচ্ছে এদিক থেকে ওদিক। কয়েক সেকেন্ডের মধ্যেই পার্লারের কাঁচের দরজা ভেঙে বেরিয়ে গেল হরিণটি। সেই ভিডিওটি হেয়ার সেলুন শেয়ার করেছে তাদের ফেসবুকের অ্যাকাউন্টে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি