ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

গয়না কিনতে ফ্যাশন হাউজগুলোতে নারীদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:২২, ১৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনতে ফ্যাশন হাউজগুলোতে ভিড় বাড়ছে নারীদের। পিতল, ব্রোঞ্জ, অক্সিডাইস, পার্ল ও রুপোর গয়নায় নিজেদের সাজাতে ঘুরছেন দোকান থেকে দোকানে। স্বর্ণ ও হীরার কদরও কম নয়, সার্মথ্য অনুযায়ী কিনছেন ক্রেতারা। গয়নার বাজার জমে ওঠায় খুশি বিক্রেতারা। 

চিরায়ত বাংলার নারীদের সৌন্দর্যে অলংকারের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। আজকের নারীরাও নিজেদের সাজাতে স্বর্নালঙ্কার ছাড়াও রুপো এবং বিভিন্ন ধাতব তৈরি গয়না ব্যবহার করছেন।
ঈদ উৎসবে গয়না ছাড়া পূর্নতা পায় না ঈদের সাজ। পোশাকের সঙ্গে মিল রেখে এখন চলছে গয়না কেনার পালা। আড়ং, কে জেডসহ ফ্যাশন হাউজগুলো বাজারে এনেছে বাহারি নকশার গয়না। পিতল, ব্রোঞ্জ, অক্সিডাইস, পার্ল ও রুপোর তৈরি আধুনিক অলংকার সহজেই নজর কাড়ছে ক্রেতাদের।

শপিংমলগুলোতে আছে ইমিটেশন জুয়েলারির বিশাল কালেকশন। দেখতে সুন্দর ও দামে সাশ্রয়ী হ্ওয়ায় গোল্ড প্লেটেড অংলকারের চাহিদা বরাবরের মতই বেশি। সাধ ও সাধ্যের হিসেব করে অনেকেই কিনছেন হিরা ও স্বর্ণের অলঙ্কার।
বেচা কেনা ভালো চলছে বলে জানালেন বিক্রেতারা।
তবে রমজানের শেষের দিকে গয়না বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি