ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঘন কুয়াশার কারণে ফ্লাইট অবতরণ করতে পারেনি

প্রকাশিত : ১৮:০০, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০০, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। দুবাই থেকে আসা বিমানটি সকাল সাড়ে ৭টায় চট্টগ্র্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরনের কথা ছিল। পরে সেটিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ৭০জন যাত্রী নিয়ে বিমানটি নির্ধারিত সময়ের দু’ঘন্টা পরে রাত পৌনে ২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করে। পরে ঘন কুয়াশার কারনে বিমানটি চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরন করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি