ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯:২৮, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:২৮, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভ। রাশিয়ার প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, তিনি ২০ লাখ ডলার সমমূল্যের অর্থ ঘুষ নিয়েছেন। কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বলেছেন, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে তিনি এ অর্থ গ্রহণ করেন। ১৯৯১ সালে সেনা অভ্যূত্থান  প্রচেষ্টার পর এই প্রথম রাশিয়ার এত উচ্চ পর্যায়ের কোনও সরকারি কর্মকর্তা আটক হলেন। শিগগিরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি