ঘুষ নেয়ার সময় সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা আটক
প্রকাশিত : ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭
চট্টগ্রামে ঘুষ নেয়ার সময় নগদ টাকাসহ সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা আলী আকবরকে আটক করেছে দুদক।
মঙ্গলবার দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় রাজস্ব সার্কেল-২ অফিস থেকে তাকে আটক করা হয়। দুদক কর্মকর্তারা জানান, বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য জামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকা দাবি করে রাজস্ব কর্মকর্তা আলী আকবর। সকালে টাকা দিতে গেলে আলী আকবরকে নগদ টাকাসহ আটক করেন তারা। পরে তাকে চান্দগাও থানায় নিয়ে যাওয়া হয়। দুদকের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোশাররফ হোসেন মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন