ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ, নাটাই ধরে রশ্মিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উচ্ছ্বাসিত মুখে ঘুড়ি ওড়াচ্ছেন ৭৯ বছর বয়সি তারকা অভিনেতা অমিতাভ বচ্চন ও ঝলমলে রুপে পাশে উপস্থিত রশ্মিকা মন্দন্না। এতে ধারণা করাই যাচ্ছে নতুন কিছু আসছে। আর সেই নতুনের নাম ‘গুডবাই’।

এবার পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ সিনেমায় বাবা ও মেয়ের ভূমিকায় দেখা মিলবে অমিতাভ ও রশ্মিকার। শনিবার মুক্তি পেলো সেই সিনেমার পোস্টার।

এ বিষয়ে ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, “পরিবারের ভাবনা মাত্রই শান্তির। আশেপাশে কেউ না থাকলেও তাদের অস্তিত্ব টের পাওয়া যায়।”

রশ্মিকাও একই পোস্ট দিয়ে লিখেছেন, “আমি আর বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর।”

তাদের এই  ইঙ্গিতেই বোঝা যায়, ‘গুডবাই’ এক পরিবারকেন্দ্রিক সিনেমা। যাতে অমিতাভ, রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার। সিনেমাটি সহ-প্রযোজনায় একতা কাপুর। সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী।
 
গত বছরের জুনেই শুটিং শেষ হয়েছিল এই সিনেয়ার। অবশেষে মুক্তির দিন ঘোষণা করে ঝলক সামনে আনলেন নির্মাতারা। ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুডবাই’।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি