ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ব্যাপক হয়রানির অভিযোগ

প্রকাশিত : ১৪:৩১, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০১৭

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। বন্দরের সর্ববৃহৎ কন্টেইনার জেটি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটিতে হয়রানি করা হচ্ছে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। তবে, অভিযোগ অস্বীকার করেছেন বেসরকারি অপারেটর ও বন্দর কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। নির্মাণের ৮ বছর পর ২০১৫ সালে অপারেশনাল কার্যক্রম শুরু হয় এনসিটিতে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কন্টেইনার জেটিতে কন্টেইনার খালাস করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানিতে পড়তে হচ্ছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, বন্দরের অনান্য জেটিতে পর্যাপ্ত জায়গা থাকার পরও এনসিটিতে অতিরিক্ত জাহাজ বার্থিং নিতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি পণ্য খালাসে এনসিটি’র অপারেটরদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে বলেও জানান তারা। ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ অন্য জেটিতে ভিড়তে পারেনা বলেই এনসিটিতে বার্থিং দেয়া হচ্ছে বলে জানান বন্দর কর্মকর্তারা। তারা বলছেন, আমদানী-রফতানী কারকদের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় জাহাজের বার্থিং নির্ধারণ করা হয়। একই বক্তব্য এনসিটি’র বেসরকারী অপারেটরেরও। পাশাপাশি বন্দর ব্যবহারকারীদের হয়রানির অভিযোগও অস্বীকার করেছেন তারা । বন্দর পণ্য খালাসে হয়রানি বন্ধের পাশাপাশি বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি