ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে লাইটারেজ শ্রমিকরা

প্রকাশিত : ১৭:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মজুরী কমিশন নির্ধারিত বেতন-ভাতা দেয়াসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে লাইটারেজ শ্রমিকরা। এতে বহিঃনোঙ্গরে আটকা পড়েছে পন্যবাহী ৩৬টি জাহাজ। বন্ধ রয়েছে আভ্যন্তরীন নৌরুটে পণ্য পরিবহন। দাবী আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার ঘোষনা দিয়েছে শ্রমিকরা। মালিক পক্ষ বলছে, শ্রমিকদের কর্মবিরতি অযৌক্তিক। আহবান জানিয়েছে কাজে যোগ দেয়ার। বঙ্গোপাসগরের বহি:নোঙ্গরে থাকা মাদার ভ্যাসেল থেকে পণ্য বন্দরে নিয়ে আসে দেড় হাজারেরও বেশী লাইটার জাহাজ। নদী পথে নিয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়ও। চট্টগ্রাম বন্দরের ১৬টি ঘাটে প্রতিদিন খালাস করা হয় কয়েক হাজার টন পণ্য সামগ্রী। লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের কর্মবিরতিতে এখন ঘাটগুলো ফাঁকা। নোঙ্গর করে আছে লাইটার জাহাজগুলো। মালিক পক্ষের সাথে চুক্তির পরও গত ৮মাস ধরে সরকার নির্ধারিত বেতন দেয়া হচ্ছেনা বলে অভিযোগ শ্রমিকদের। দাবি আদায়ে শ্রমিকরা স্বতঃস্ফুর্তভাবে কর্মসূচি পালন করছে বলে জানালে নেতারা। জাহাজ মালিকরা বলছেন, ধর্মঘটের যৌক্তিক কোন কারণ নেই। পন্য পরিবহণ সচল রাখার আহবানও জানান তারা। এর আগে মজুরী বাড়ানোর দাবিতে গেল বছরের এপ্রিল ও আগষ্টে ধর্মঘট পালন করে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি