ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত : ১৮:১২, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ১৮ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামের বাকলিয়ায় শাহজীপাড়ায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে ওই দম্পতির বসত ঘরে আগুন লাগে। স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ধোঁয়ার কারণে মারা যায় স্বামী-স্ত্রী। রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- মোহাম্মদ সৈয়দ আহমদ ও রীণা আক্তার। ধোঁয়ার দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি