ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্য আটক

প্রকাশিত : ১৪:২২, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২২, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে ফরহাদ, ইমরান ও আহমেদ রনি। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফরহাদ কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত। ইমরান চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ছাত্র এবং রনি নগরীর মুরাদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের পঞ্চম সেমিষ্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে চট্টগ্রাম শহর এবং জেলার বিভিন্ন স্থানে, বৈঠক করছিলো তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি