চট্টগ্রামে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রকাশিত : ১৭:৫৭, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৭, ১১ মার্চ ২০১৭
চট্টগ্রামের বন্দর এলাকায় চোর সন্দেহে মো. বাবুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, সকালে বন্দর থানার ভেন্ডা পাড়ায় একটি দোকানে চুরি হয়। বাবুলকে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে মারধর করলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন