ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত : ১৩:৪৬, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপে দুবৃর্ত্তদের হামলায় ইউনিয়ন যুবলীগ নেতা বশির আহমেদ নিহত হয়েছেন। গেল বুধবার রাতে উপজেলার মগধারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা বশির আহমেদ মগধারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, গেলো বুধবার রাতে বশির আহমদকে কথা বলার জন্যে বাড়ি  থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এসময় বাড়ি থেকে কিছুটা দুরে দুর্বৃত্তরা বশির আহমেদকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্র্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি