ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে স্থগিত করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র নাছির উদ্দীনের মধ্যস্থতায় মঙ্গলবার সন্ধ্যায় এ ধর্মঘট স্থগিত করা হয়।

প্রসঙ্গত, মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ পুলিশের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ।

এর আগে আজ বিকালে চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত পরিবহন মালিক-শ্রমিকদের এক সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন, বিআরটিএর পরিচালক মো. শহীদুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা বক্তব্য দেন।

সভায় সিটি মেয়র আগামী দু-তিনদিনের গণপরিবহন নিয়ে সভা করে ১১ দফা দাবি আদায়ের আশ্বাস দেন। এ ছাড়া মধ্যে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে আটক নেতাকর্মীদের মুক্তি ও তাদের মামলা প্রত্যাহার এবং অবৈধ যানবাহন বন্ধে আশ্বাস দেন। মেয়রের আশ্বাসের পর পরিবহন নেতারা ধর্মঘট স্থগিত করেন।

 

আর

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি