ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১০:১০, ১৩ জুলাই ২০১৭

চট্টগ্রামের লোহাগাড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাজাহান বলেন, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ওসি তদন্ত মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ রয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বাহিনীকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। তাদের একটি টিম ঘটনা স্থলে আসছে।

সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। তবে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেছেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, প্রাথমিকভাবে জেনেছি বিমানটিতে একজন প্রশিক্ষক ও আরেকজন প্রশিক্ষণার্থী ছিলেন। স্থানীয়রা বলেছেন, বিধ্বস্ত হওয়ার আগে দু’জনই প্যারাসুটের মাধ্যমে নিচে অবতরণ করেন। পরে এয়ারফোর্সের আরেকটি বিমান গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি