ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

চট্টগ্রামে ফিরে আসতে শুরু করেছে প্রান চাঞ্চল্য

প্রকাশিত : ১৮:৪৭, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রান চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। কার্যক্রম শুরু হয়েছে অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোয়। কর্মচঞ্চল হয়ে উঠেছে নগরীর সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র খাতুন গঞ্জ। তবে বেচাকেনায় গতি ফিরতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ঈদের টানা নয় দিন ছুটিতে বন্দরনগরী চট্টগ্রাম ছেড়ে যায় হাজারো মানুষ। ছুটি শেষে রবিবার প্রথম সাপ্তাহিক কর্ম দিবসে বেশীর ভাগ মানুষই কর্মস্থলে যোগ দিলেও সবখানেই ছিলা ঈদের আমেজ। সহকর্মীদের খোঁজ খবর ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সব খানেই। ব্যাংক পাড়ার ছিলো স্বাভাবিক কর্মতৎপরতা। এদিকে ঈদের ছুটির পর রোববার প্রথমদিন দোকান-পাঠ খুলতে শুরু করেছে নগরীর সবচেয়ে বড় পাইকারী ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জে। তবে বেচাকেনার চেয়ে পরিচিত ও শুভ্যর্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। তবে নগরীর সড়কগুলোতে এখনো দেখা মেলেনি চিরচেনা যানজটের দৃশ্য। আরো দু-একদিন থাকতে পারে শহরের এমন ফাঁকা দৃশ্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি