চট্টগ্রামে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালন
প্রকাশিত : ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭
নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয়েছে ‘বাংলা ইশারা ভাষা দিবস’।
জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরার বাক প্রতিবন্ধিদের উন্নয়নে বর্তমান সরকারে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা বলেন, প্রতিবন্ধিদের প্রকৃত সংখ্যা নির্ধারনের জন্যে জরিপ কাজ শুরু হয়েছে। সরকার প্রতিবন্ধীদের সব ধরনের সহায়তা করতে বদ্ধ পরিকর। এ উপলক্ষ্যে সকালে নগরীর মুরাদপুর এলাকায় জেলা সমাজসেবা কার্যালয় থেকে র্যালী বের করা হয়।
আরও পড়ুন