ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চন্দ্রমহলের বন্যপ্রাণী করমজলে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৭ নভেম্বর ২০২১

কুমির অবমুক্তকরণের কাজ করছেন বনকর্মীরা

কুমির অবমুক্তকরণের কাজ করছেন বনকর্মীরা

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে জব্দ করা বিভিন্ন বন্যপ্রাণী সুন্দরবনের করমজল বন্যপ্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বন্যপ্রাণীগুলো অবমুক্ত করা হয়। গত ১৫ নভেম্বর চন্দ্রমহল ইকোপার্কে খুলনার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র‌্যাবের একটি দল যৌথ অভিযান চালিয়ে ঘুঘু, কুমির, কচ্ছপ ও উটপাখিসহ ১৬ প্রজাতির ৪৩টি বণ্যপ্রাণী জব্দ করে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জব্দ হওয়া প্রাকৃতিক বন্যপ্রাণীগুলো শনিবার সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে একটি কুমির, তিনটি বানর, দুটি চিত্রা হরিণ, দুটি কচ্ছপ, সাতটি বক ও দুটি মাছমুড়াল পাখি রয়েছে। 

বাকি প্রাণীগুলো ঢাকার বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বন্যপ্রাণী অবমুক্তের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর ই আলম সিদ্দিকি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি